ক্রীড়া ডেস্কঃ সবার শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। দলে রয়েছে বেশকিছু চমক। অভিনব কায়দায় দল ঘোষণা করেছে এবারের আসরের স্বাগতিকরা। গত আসরের চ্যাম্পিয়নরা ঘোষণা করেছেন এবারের আসরের সদস্যদের নাম।
শুক্রবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজেও একই স্কোয়াড নিয়ে খেলবে স্বাগতিকরা। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক যথারীতি মোহাম্মদ রিজওয়ান। এ ছাড়া সহ-অধিনায়ক করা হয়েছে সালমান আলী আগাকে। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তৈয়ব তাহির, কামরান গুলাম, আবরার আহমেদদের মতো নতুনদেরও রাখা হয়েছে দলে।
আগের ঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইমাম উল হক, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম ও আব্বাস আফ্রিদিরা। তাদের জায়গায় দলে ঢুকেছেন খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও উসমান খান।
আগামী ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। এ ছাড়া গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবেন রিজওয়ানরা।
পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াডঃ মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তৈয়ব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।