সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

‘মধ্যপ্রাচ্যে হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল : বেন-গভির

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেন, ইসরাইল ‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ হয়ে উঠেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কোল বারামার রেডিও অনুষ্ঠানে সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমরা এখনও এটি উপলব্ধি করতে পারেছি না।’

বেন-গভির বলেন, তিনি সরকারের একমাত্র লোক, যিনি গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলেন। তিনি দাবি করেন, তার এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত।

মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন-গভির বলেন, ‘আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর ভিত্তি করে শাসন করতে পারবেন না। করলে আপনার আন্তর্জাতিক মহলে গ্রহনযোগ্যতা কমে যাবে’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com