হাফসা (উত্তরা) সংবাদ দাতা ঃ উত্তরা ৭নং সেক্টরকে ঢেলে সাজাতে সেক্টর কল্যাণ সমিতির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। জানা যায়, গতকাল বুধবার বিকালে এলাকার স্থানীয় লোকজন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নব গঠিত এ কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম। সিনিয়র যুগ্ম- আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আজমল হুদা মিঠু ।
উত্তরা সাত নং সেক্টর কল্যাণ সমিতির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।
কমিটি সম্পর্কে উপস্থিত সেক্টরবাসী বলোন, ৫ আগষ্টের আগে উত্তরার সেক্টর কমিটি গুলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের দখলে ছিলো। সে সময় এখানকার সাধারণ মানুষ ও সেক্টরবাসীরা নাগরিক সেবা কার্যক্রম থেকে বঞ্চিত ছিল।
নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতারা বলেন, আমরা সেক্টরবাসীর কল্যাণে কাজ করতে চাই। দীর্ঘদিন ফ্যাসিস আওয়ামী লীগের লোকজন সেক্টর বাসীর রক্ত চুসে খেয়েছে, আমরা তা করবো না। আমরা সেক্টর বাসীকে সাথে নিয়ে এলাকায় চুরি ছিনতাই প্রতিরোধ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।