ক্রীড়া ডেস্ক: ইনজুরির কারণে প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু চোট তাদের পিছু ছাড়ছে না। গতকাল শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন ম্যাথু শর্ট। এখন পর্যন্ত যা খবর, সেমিফাইনালে তার খেলা হচ্ছে না।
শর্টের পায়ের পেশিতে টান লেগেছে। দৌড়তে অসুবিধা হচ্ছে তার। আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমেছিলেন। সেই সময় দেখা যায় উইকেটের মাঝে দৌড়ে রান নিতে সমস্যা হচ্ছে শর্টের। ১৫ বলে ২০ রান করে আউট হয়ে যান তিনি। কিন্তু ওই সময় বেশ সমস্যা নিয়েই খেলতে হয়েছে তাকে।
সেমিফাইনালে শর্ট খেলতে না পারলে সেই জায়গায় জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক অথবা অ্যারন হার্ডিকে খেলাতে পারে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন শর্ট। সেই ম্যাচে ৬৩ রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়া ৩৫২ রান করে ইংল্যান্ডকে হারিয়েছিল।
আফগানিস্তানের ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। সেই ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বললেন, “শর্টের সমস্যা হচ্ছে। খুব ভাল ভাবে খেলতে পারছে না। পরের ম্যাচের আগে সুস্থ হওয়া কঠিন হবে বলেই মনে হচ্ছে।”
প্রসঙ্গত, মিচেল স্টার্ক, জশ হ্যাজলেউড, কামিন্সরা চোটের জন্য আসতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অলরাউন্ডার মিচেল মার্শও একই কারণে ছিটকে যান।