রবিবার, ০২ মার্চ ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ভারতের বিপক্ষে উদীপ্ত থাকে বাংলাদেশ’

  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: প্রথম দিনের প্রস্তুতিতে মাঠে নামার আগের রাতে হয় টিম মিটিং। সেখানে ভারত ম্যাচ সামনে রেখে নিজের পরিকল্পনা, চাওয়া তুলে ধরেন কোচ হাভিয়ের কাবরেরা। ডিফেন্ডার রহমত মিয়া বললেন, লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে গেছেন তারা।

প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, আগামী ২৫ মার্চ খেলা হবে শিলংয়ে। সেই ম্যাচটি কেন্দ্র করে গতকাল থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়ে গেছে। কিংস অ্যারেনায় বিকালে অনুশীলন হয়েছে। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে আরও দুজন স্প্যানিয়ার্ড ছিলেন সহকারী হিসেবে।

৩০ জনের ক্যাম্প শুরু হলেও ক্যাম্পে সবাই নেই। এবারের ক্যাম্পে বাড়তি রোমাঞ্চ হচ্ছে জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন ইংলিশ ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী। লেস্টার সিটি হয়ে এখন তিনি খেলছেন শেফিল্ড ইউনাইটেড এফসিতে। ওখান থেকে ঢাকায় আসবেন তিনি। ফুটবল দুনিয়ার বড় মঞ্চে খেলা একজন খেলোয়াড় বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে খেলবেন। এটি দেশের অন্যান্য ফুটবলারের জন্য প্রেরণাদায়ক এবং রোমাঞ্চকর।

একজন ভালো ফুটবলার দলে থাকলে সেই দলের অন্যান্য ফুটবলারও উজ্জীবিত হয়। হামজা চৌধুরী তেমনই একজন। তাকে নিয়েই সব পরিকল্পনা, তবে প্রশ্ন উঠছে একজন ফুটবলারই কি সব কিছু করে ফেলতে পারবেন কি না। সেটা তো নয়। তবে জামাল ভূঁইয়াদের কথা হচ্ছে দলের মধ্যে বড় মাপের ফুটবলার থাকলে খেলার ধরণও বদলে যায়। খেলোয়াড়রা হার না মানা পারফরম্যান্স করতে পারেন।

এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ম্যাচ ধরে নেওয়া হচ্ছে ভারত-বাংলাদেশ লড়াই। খেলা হবে সিংগাপুর, হংকংয়ের বিপক্ষেও। কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচটা দুই দেশের জন্য রোমাঞ্চকর ম্যাচ হবে। ভারত বাংলাদেশের ফুটবল নিয়ে ভাবছে। বাংলাদেশও এ ম্যাচ নিয়ে ভাবছে। দুই দেশের ফুটবল দর্শকের কাছেও উত্তেজনার ম্যাচ হবে। দেশের ফুটবল কর্মকর্তারাও ভাবছেন এটাই হবে আসল ম্যাচ। লড়াই একটাই।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে কলকাতায় ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে সেই রকম উত্তেজনা ছড়িয়ে ছিল। ভারত-বাংলাদেশের ম্যাচ যেন বিশ্বকাপের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। দর্শক হুমড়ি খেয়ে পড়েছিল। ভারতের জালে গোল করেও সেদিন ম্যাচ জিততে না পারার আক্ষেপ ছিল। ১-১ গোলে ড্র হয়েছিল। সাফে খেলেছিল ভারত-বাংলাদেশ। তার পরও রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচটা এখনো স্মরণীয় হয়ে আছে ফুটবলারদের কাছে।

তপু বর্মন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, রহমত মিয়া, ইব্রাহিমরা সৌদি আরবে প্রশিক্ষণ শেষ করে ভারত নিয়ে নতুন করে ভাববেন। দলটা কেমন প্রস্তুতি নিলো তা সম্পন্ন হবে সৌদি আরবে। কথা রয়েছে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সৌদি আরবে অনেক ক্লাব বিভিন্ন দেশ থেকে অনুশীলন করতে আসেন, জাতীয় দলও ওখানে যায়। বাংলাদেশ চিন্তা করছে দল পাওয়া গেলে সৌদিতে অনুশীলন ম্যাচ হবে।

বাংলাদেশ ভাবছে সৌদির কথা, আর প্রতিপক্ষ ভারত ভাবছে তারা নিজ দেশে অনুশীলন ম্যাচ খেলবে। শিলংয়ের যে স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচটি হবে, সেখানে মাঠের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তারা মালদ্বীপকে আনিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানা গেছে। ২৫ মার্চের আগেই তাদের ম্যাচ হবে শিলংয়ে। বাংলাদেশ দল ২০ মার্চ শিলং যাবে, এমন প্রস্তুতি নিয়ে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com