বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পরে গেছে- আমিনুল হক ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন । জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বহালই থাকছে ‘টুপি পরে’ ইফতারে অভিনেতা থালাপতি বিজয়, এ নিয়ে যা জানা গেল রোজা রেখেই মাঠে নামছেন লামিনে ইয়ামাল, থাকছে বিশেষ ব্যবস্থা থাইল্যান্ড ভ্রমণে মালয়েশিয়ার সতর্কতা চার দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন জাতিসংঘের মহাসচিব নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে হাসপাতালে দিনভর সাহায্য করে সন্ধ্যায় মায়ের কাছ থেকে আড়াই মাস বয়সী শিশু চুরি ! পতিত সরকারের সাজানো মামলার ওয়ারেন্টে আজমল হুদা মিঠু গ্রেফতার

‘টুপি পরে’ ইফতারে অভিনেতা থালাপতি বিজয়, এ নিয়ে যা জানা গেল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২ বার পঠিত

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় অভিনয় গুণে নিজ দেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশেও খ্যাতি লাভ করেছেন। নিজেকে মেলে ধরেছেন রাজনীতির মাঠেও। কয়েক দিন আগেই একটি ইফতার আয়োজনে অংশ নিয়েছিলেন। সেখানকার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেসব ছবি ও ভিডিও ঘিরে দাবি করা হয়, থালাপাতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মূলত, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এ দাবি মিথ্যা ও গুজব।

ধর্ম পরিবর্তনের এ দাবি প্রচার করা হলেও বিশ্বস্ত কোনো সূত্র থালাপাতি বিজয়ের ধর্ম পরিবর্তনের তথ্য নিশ্চিত করেনি। এমনকী তথ্য যাচাই-বাছাই সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানেও ওঠে এসেছে, থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি সত্য নয়।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল গত ৭ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা যায়, গত ৭ মার্চ শুক্রবার রমজান উপলক্ষে চেন্নাইয়ে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেন থালাপাতি বিজয়।

সেই অনুষ্ঠানে সাদা পোশাক ও টুপি পরে হাজির হয়েছিলেন তিনি। আয়োজনে ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে সন্ধ্যার নামাজ পড়েন এবং ইফতার করেন। কিন্তু প্রতিবেদনে কোথাও তার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়। অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচন করার পরিকল্পনা করছেন দক্ষিণী এই তারকা।

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের গত ৭ মার্চ প্রকাশ হওয়া এক পোস্টে এ ঘটনার ভিডিও পাওয়া গেছে। ওই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রতিষ্ঠাতা ও প্রধান থালাপাতি বিজয়ের রমজান মাসে চেন্নাইয়ে আয়োজিত এক ইফতার মাহফিলের ভিডিও। এ ছাড়া এই ঘটনা ভারতের একাধিক সংবাদমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশ হলেও কোথাও থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ তারকার এমন উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সমালোচনা করেছেন অনেকে।

থালাপতি বিজয় সব ধর্ম, সব শ্রেনীপেশার মানুষের কাছেই সমান জনপ্রিয় একজন তারকা। তার আগের বক্তব্য এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও কখনো নিজেকে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী হিসেবে ঘোষণা করেননি তিনি। তবে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এ অভিনেতা। আর জনগণের কল্যানেই অভিনয় ছেড়ে নেমেছেন রাজনীতির ময়দানে। বিদায় জানিয়েছেন শোবিজের চাকচিক্যময় জীবনকেও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com