সিটিজেন প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শাহজাহানপুরের বাসা থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকালে একটি ফ্লাইটে স্ত্রী ও ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন মির্জা আব্বাস।
এর আগে ১৫ আগস্ট স্ত্রী ও ছেলে নিয়ে লন্ডন যান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তিনিও চিকিৎসার জন্য লন্ডন গেছেন।
এ ছাড়া বর্তমানে স্ত্রীসহ চিকিৎসার জন্য ব্যাংককে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।