আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তেজগাঁও বিক্ষোভ মিছিল
হাফসা :আজ বিকেলে তেজগাঁও থানা ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির উদ্যোগে,
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তৎক্ষণিক তেজগাঁও থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ফার্মগেট এলাকা থেকে শুরু হয়ে কাওরান বাজার ঘুরে ফার্মগেট মোড় অতিক্রম করে এপেক্স শো-রুমের সামনে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সমাপনী বক্তব্য রাখেন তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মোঃ আকতার হোসেন ফরাজী বলেন :- আওয়ামী লীগ ভারতের এজেন্ট হয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়,বর্তমানে আওয়ামী লীগ পলাতক সংগঠন হিসেবে জনমনে পরিচিত , আওয়ামীলীগ মাঠে রাজপথে নামলে আইন শৃঙ্খলা বাহেনীর হাতে ধরিয়ে দিতে জনগণ কে অনুরোধ করেন তিনিন।
২।তেজগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন- স্লোগান দেন :- আওয়ামী লীগ রাজপথে নামলে গন দোলাই দেওয়া হবে।
৪। তেজগাও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু বলেন:-: আওয়ামী লীগ রাজপথে নামলে কঠোর ভাবো দমন করা হবে।
৫।ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল খান বলেন :-
আমরা জনাব তারেক রহমান এর সিদ্ধান্ত বাস্তবনে কাজ করে যাবো।
কেউ নৈরাজ্য সৃষ্টি করলে আমরা মাঠে প্রতিবাদ করবো।
তেজগাঁও থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ বাবুল আহমদ বলেন :- কোন আওয়ামী লীগ পেলে আপনারা বিদ্যুতের খুটির সাথে বেঁধে রাখবেন ।
২৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক
বিএনপি নেতা আসাজুম্মান মিলন
মনির হোসেন, রুবেল, হারুন, ছাত্রদল এর কাজী সোহেল রানা, সালাউদ্দিন আহমেদ, সোহাগ হাওলাদার, আল আমিন মুন্সি, রহমান, তুষার,রাহাত, ইব্রাহিম, পিয়াল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।