বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

যাদের মন পরিষ্কার তারা শহরকে পরিষ্কার,অন্যের ধর্মকে শ্রদ্ধা করে

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যাদের মন পরিষ্কার তারা শহরকে পরিষ্কার রাখে, অন্যকে ভালোবাসে, অন্যের ধর্মকে শ্রদ্ধা করে, সম্মান জানায়।

রোববার উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

মেয়র বলেন, আজকের এই শারদীয় দুর্গাপূজায় আমরা দেখতে পাচ্ছি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমান সবাই উৎসবে মিলিত হয়েছে, এটাই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ।

উত্তরায় কোনো শ্মশান ঘাট নেই এলাকাবাসীর এমন দাবির প্রেক্ষিতে মেয়র আতিকুল ইসলাম বলেন, শ্মশান ঘাটের জন্য আপনারা একটি সুবিধাজনক জায়গায় খুঁজে বের করুন। আমি একটি আধুনিক শ্মশান ঘাট প্রস্তুত করতে সব ধরনের সহযোগিতা করব।

আলোচনা সভা শেষে মেয়র গান গেয়ে এবং ঢাক বাজিয়ে উৎসবে অংশ নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা, ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি সত্য কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রকৌশলী খোকন পাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com