নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন আগ্রহীদের মধ্যে ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র বিতরণ করা হবে।
সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২৭ ডিসেম্বরের মধ্যে তা পূরণ করে জমা দিতে হবে। ২৯ ডিসেম্বর চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে পরদিন প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। প্রার্থীরা ৩১ ডিসেম্বর সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন।
উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি।
দুই সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তা চলবে।