অনলাইন ডেস্ক: টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন কার্যকরী কমিটির সভাপতি হিসেবে সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা তালুকদার হারুন নির্বাচিত হয়েছেন। ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনকণ্ঠের ফিরোজ মান্না।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে মুলতবি সাধারণ সভা ২০১৯-এ আগামী দুই বছরের জন্য তারা নির্বাচিত হন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ডেইলি স্টারের শেখ এনামুল হক ও সময় টিভির হারুনুর রশীদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একুশে বাণীর আশরাফ সরকার ও বিটিভির খন্দকার আছাব মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভির শাহনাজ পারভীন এলিস, কোষাধ্যক্ষ বাংলা টিভির সালাহউদ্দিন বাদল, মহিলা বিষয়ক সম্পাদক ডেইলি আওয়ার টাইমের রুমি আক্তার পলি, প্রচার সম্পাদক দৈনিক জনতার ডি এম আমিরুল ইসলাম অমর, দফতর সম্পাদক সাপ্তাহিক ভোরের বাংলাদেশের হাফিজুর রহমান।
নির্বাহী সদস্য হয়েছেন ৯ জন। তারা হলেন- স্বদেশ প্রতিদিনের রফিকুল ইসলাম রতন, ডিফেন্স জার্ণালের আবদুল গাফফার মাহমুদ, আমার বার্তার সাখাওয়াত হোসেন বাদশা, নয়াদিগন্তের আশরাফ আলী, আজকের সংবাদের জামাল উদ্দিন জামাল, ডেইলি অবজারভারের জীবন ইসলাম, এসএটিভির ইলিয়াস হোসেন, কালের কণ্ঠের একাব্বর আলী, আজকালের খবরের শাজাহান মিয়া।