অনলাইন ডেস্ক: নিউজ টোয়েন্টিফোরের আঙ্গুর নাহার মন্টি এবং বাংলানিউজ২৪ডটকমের তৌহিদুর রহমান ২০২০ সালের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভার (এজিএম) পরে অনুষ্ঠিত নির্বাচনে এবং নির্বাহী কমিটির নির্বাচন সভায় ১১ জনের নতুন কমিটি নির্বাচিত করা হয়।
সংগঠনটির সহ-সভাপতি হয়েছেন আলেকিত বাংলাদেশের রবিউল হক। এছাড়া নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানবজমিনের মিজানুর রহমান। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বাংলাভিশনের ইমরুল কায়েস। ডিক্যাবের কোষাধ্যক্ষ হয়েছেন এশিয়ানমেইল২৪ডটকমের আতিকুর রহমান। এছাড়া দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাগোনিউজ২৪ডটকমের জেসমিন আক্তার (পাপড়ি)। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন আমাদের সময়ের আরিফুজ্জামান মামুন।
কমিটির সদস্য পদে নির্বাচিত পাঁচজন হলেন- ডিবিসি নিউজের ইশরাত জাহান উর্মি, বার্তা২৪ডটকমের খুররাম জামান, দৈনিক যুগান্তরের মাসুদ করিম, দৈনিক প্রথম আলোর রাহীদ এজাজ এবং দৈনিক সমকালের রাশেদ মেহেদি।
ভোটগ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন। নির্বাচনে অপর কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন এম শফিকুল করিম।
নির্বাচনের আগে বিদায়ী সভাপতি রাশেদ এজাজের সভাপতিত্বে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব ও কোষাধ্যক্ষ মেহেদি হাসান তালুকদার সদস্যদের সামনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।