শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন নিরাপত্তার স্বার্থে আমার বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ

নতুন বছরে আকর্ষণীয় মূল্যছাড় দিবে এমিরেটস এয়ারলাইন্স

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ২৪৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: নতুন বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় মূল্যছাড় ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন্স।

ইকোনমি শ্রেণিতে ১৫ শতাংশ এবং বিজনেস শ্রেণিতে ২০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে। বিশেষ মূলছাড় পেতে হলে যাত্রীদের ৭ থেকে ২০ জানুয়ারির মধ্যে টিকিট ক্রয় এবং ১৩ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর ২০২০ এর মধ্যে ভ্রমণ করতে হবে।

ইকোনমি শ্রেণিতে সব ট্যাক্সসহ লন্ডনের রিটার্ন ভাড়া পড়বে সর্বনিম্ন ৭১ হাজার ১৪৯ টাকা, নিউইয়র্কের ক্ষেত্রে ৮৯ হাজার ২৩০ টাকা, ফোর্ট লডারডেল ১ লাখ ৮ হাজার ৭৪১ টাকা, শিকাগো ১ লাখ ১ হাজার ৮৮ টাকা, ফ্রাঙ্কফুর্ট ৭৬ হাজার ৪৪৭ টাকা, প্যারিস ৭৩ হাজার ৫০৩ টাকা এবং দুবাই ৪৯ হাজার ৩০ টাকা।

বিজনেস শ্রেণিতে সব ট্যাক্সসহ লন্ডনের রিটার্ন ভাড়া সর্বনিম্ন ২ লাখ ৫০ হাজার ১১৩ টাকা; নিউইয়র্ক, ফোর্ট লডারডেল এবং শিকাগোর ক্ষেত্রে ৩ লাখ ১৬ হাজার ৪৮ টাকা, ফ্রাঙ্কফুর্টে ২ লাখ ৭ হাজার ৮১১ টাকা, প্যারিস ২ লাখ ৪ হাজার ৮০৮ টাকা এবং দুবাই ৯৩ হাজার ৭৭২ টাকা।

যাত্রীদের আকাশে এবং মাটিতে বিশ্বমানের সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে এমিরেটস এ বছরও তাদের ‘ফ্লাই বেটার’ স্লোগান অব্যাহত রেখেছে। বিশ্বের সর্ববৃহৎ এ ৩৮০ ও বোয়িং ৭৭৭ উড়োজাহাজের বহর পরিচালনাকারী এমিরেটস তাদের প্রতিটি ফ্লাইটে যাত্রীদের ‘ফ্লাই বেটার’ অভিজ্ঞতা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এমিরেটসের সব শ্রেণিতে ভ্রমণকারী যাত্রীদের জন্য রয়েছে বহুভাষী ও বিভিন্ন সংস্কৃতির কেবিন ক্রুদের আন্তর্জাতিকমানের সেবার পাশাপাশি বাংলাদেশিসহ বিভিন্ন ঘরানার খাবার, ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা- আইস-এর সাড়ে চার হাজারের অধিক চ্যানেলে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ছায়াছবি, টিভি প্রোগ্রাম, মিউজিক লাইভ টিভি, পডকাস্ট ইত্যাদি। এছাড়াও প্রতি যাত্রীর জন্য রয়েছে ২০ এমবি করে সৌজন্যমূলক ওয়াই-ফাই ডাটা।

এমিরেটস তাদের হাব- দুবাই থেকে বিশ্বের ৮৫টি দেশ ও অঞ্চলের ১৫০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে। এ সব গন্তব্যের মধ্যে ইউরোপে ৪৩টি, আমেরিকায় ১৭টি, আফ্রিকায় ২৩টি, মধ্যপ্রাচ্যে ১৩টি এবং দক্ষিণ আফ্রিকায় ১৭টি।

বিস্তারিত তথ্য এবং টিকিট বুকিংয়ের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত এমিরেটস অফিস অথবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। www.emirates.com/bd ওয়েবসাইট ভিজিট করেও বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com