নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আফতাবনগরে মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশের এলিট ফোর্স র্যাব। র্যাব-৩ এর একটি দল রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালায়। অভিযানে নারীসহ ১৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানাধীন আফতাবনগর ইমপেরিয়াল কলেজের বিপরীতে ২নং সড়কের ৪০ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
দুপুরে ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।