নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লোকজনকে ঘরে থাকতে বলা হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব উপেক্ষা করেই বেতনের দাবিতে রাজধানীর রাস্তায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
রোববার (১২ এপ্রিল) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মালিবাগের ড্রাগন সোয়েটার লিমিটেডের কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ চলছিল। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল পুলিশ।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ জানিয়েছেন, বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন শ্রমিকরা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এজন্য মালিকপক্ষের সঙ্গেও আলাপ চলছে।
জানা গেছে, রোববার ১১টায় ড্রাগন সোয়েটার লিমিটেডের কারখানার সামনে জড়ো হতে থাকেন এ প্রতিষ্ঠানের শ্রমিকরা। পরে তারা রাস্তায় দাঁড়িয়ে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন।