বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে চীনে

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ২২০ বার পঠিত

অনলাইন ডেস্ক: চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। ১১ এপ্রিল শনিবার দেশটিতে ৯৯ জনের শরীরের এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। আগের দিন শুক্রবার এ সংখ্যা ছিল ৪৬। অর্থাৎ, একদিনের ব্যবধানে দ্বিগুণেরও বেশি মানুষের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার দেশটির অফিসিয়াল ডাটার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ১১ এপ্রিল শনিবার নতুন করে শনাক্ত ৯৯ জনের মধ্যে ৯৭ জনই বিদেশ থেকে আগতদের সংস্পর্শে এসেছিলেন।

এর আগে ৭ এপ্রিল চীনা কর্তৃপক্ষ ঘোষণা করে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত ৬ এপ্রিল দেশটিতে প্রথমবারের মতো এ ভাইরাসে কারও মৃত্যু হয়নি। ওই ঘোষণার একদিনের মাথায় ৮ এপ্রিল থেকে উহানের লকডাউন তুলে নেয় দেশটির কর্তৃপক্ষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করলে সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে চীনা নাগরিকরা।

তথ্যের অপর্যাপ্ততা ও ভাইরাস মোকাবিলায় ধীরগতির পদক্ষেপ নিয়ে ক্ষোভ দানা বাঁধতে থাকে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক হুমকির মুখে পড়ে চীনা নেতৃত্ব। একপর্যায়ে ভাইরাসটি নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৭৭ হাজার ৫১৭। এরমধ্যে এক লাখ আট হাজার ৮৬২ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com