সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

সাভারে ব্যক্তি উদ্দেগে মধ্যবিত্ত পরিবারের মাঝে গোপনে খাবার পৌঁছে দিচ্ছেন ওবায়দুর রহমান অভি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২৭৪ বার পঠিত

আনোয়ার হোসেন ( আন্নু),সাভার প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কর্মসূচী হিসেবে সাভারে ব্যক্তি উদ্দেগে মধ্যবিত্ত পরিবারের মাঝে গোপনে খাবার পৌঁছে দিচ্ছেন সাভারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওবায়দুর রহমান অভি।
করোনা ভাইরাস কভিড-১৯ ঠেকাতে সারা দেশের মতো সাভারে চলছে অঘোষিত লকডাউন। ঝুঁকি এড়াতে গৃহ বন্দি থাকা মধ্যবিত্ত পরিবার গুলোর কোনো উপায় খুজে পাচ্ছেনা। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ পড়েছে সীমাহীন দুর্ভোগে। লজ্জায় কারো কাছে হাত পাততে পারছেননা। এমনকি ফটোসেশনের কারনে জনপ্রতিনিধিদের দেওয়া ত্রান সামগ্রী নিতে পারছেননা। এমন মানবিক বিপর্যয়ে আিত গোপনে কোন রকম ছবি তোলা ব্যতিত বাসায় গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন সাভার সিটি সেন্টারের পরিচালক   ওবায়দুর রহমান অভি। আর এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য তিনি গড়ে তুলেছেন ৩০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম। ২৪ ঘন্টা খোলা থাকছে দু’টি মোবাইল নম্বর। সেখানে ফোন করা মাত্রই গোপনে ঘরে পৌঁছে যাচ্ছে চাল, ডাল, সহ নিত্য প্রয়োজনীয় পণ্য।
গত ২৬ শে মার্চ থেকে সম্পূর্ণ নিজের অর্থায়নে তিনি চালিয়ে আসছেন এই খাদ্য সহায়তা কার্যক্রম। কোনরূপ প্রচার ছাড়াই প্রতিদিন প্রায় ৫০টি পরিবাকে পৌঁছে দেয়া হচ্ছে এসব খাদ্য সামগ্রী। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। এছাড়া প্রয়োজন অনুসারে বিভিন্ন পরিবারকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তাও।
কার্যক্রমের উদ্যোক্তা সাভার সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি বলেন,   শুধু কর্মহীন দিনমজুরদেও জন্য জন প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন প্রতিদিন ত্রাণ সহায়তা দিচ্ছে। তবে নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলো যাদের ঘরে খাবার না থাকলেও ফটোসেশনের ভয়ে আসতে পারেননা। আবার লজ্জায় কারো কাছে চাইতেও পারেননা, প্রতিটি পাড়া মহল্লায় এমন পরিবারের খোঁজ নিয়ে গোপনে খাবার পৌঁছে দিতেই আমার এই উদ্যোগ।
তিনি আরোও বলেন, কারো ঘরে খাবার নেই, তবে লজ্জায় চাইতে পারেননা ,সেরকম ভাই- বোনদের ও মধ্যবিত্ত পরিবারের উদ্দেশ্যে বলছি,  আপনারা আমর সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের বাসায় খাবার পৌছে দেব অতি গোপনে। সাভার পৌরসভা এলাকায় বসবাস করেন শুধুু তাদের জন্য আমি কথা দিচ্ছি, আমি এই অনুদান দেব কেউ জানবেনা এবং কোন ফটো সেশন হবেনা। এই বিপদেও সময় সবাই হত দরিদ্রদের পাশে দাড়ানো চেয়ে প্রচারের মাধ্যমে নিজেদের তুলে ধরতেই ব্যস্ত । অসহায় মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে ত্রাণ বিতরণের নামে ছবি তুলে ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই এই পরিবার গুরোকে লজ্জান হাত থেকে বাঁচাতে আমি কাজ করছি। দেশের এই ক্লান্তি লগ্নে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমি আপনাদের সামান্য সেবা করতে চাই।
সাভারে খাবারের জন্য চুল বিক্রি করলেন এক নারী। হৃদয় বিধারক এই ঘটনা শুনে পাশে দারালেন সাভার সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি। প্রকৃতপক্ষে মানুষকে মূল্যয়ন করে বারবার বিভিন দূর্যোগে নিজেকে উৎসর্গ করে দেন তিনি। করোনা যুদ্ধেও থেমে নেই এই ব্যাবসায়ী ও মানবতার ফেরিওয়ালা। নিরবে কোন প্রকার প্রচার ছাড়াই মধ্যবিত্ত পরিবারের ক্ষুধার জ্বালা মেটাচ্ছেন সাভার সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com