ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাস ইউরোপে সবচেয়ে বেশি আঘাত হেনেছে ইতালিতে। পরিস্থিতি কিছুটা পাল্টেছে আগের তুলনায়। ১৪ মার্চের পর সবচেয়ে কম মৃত্যু পাওয়া গেছে রবিবার, ২৬০ জন। এমন অবস্থায় দ্বিতীয় ধাপে লকডাউন কিছুটা শিথিলের ইঙ্গিত দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে। সেই সুযোগে দেশটির শীর্ষ ফুটবল লিগ সিরি আ’র খেলোয়াড়দের অনুশীলনেরও অনুমতি দিয়েছেন তিনি।
কন্তে রবিবার ঘোষণা করেছেন, লকডাউনের দ্বিতীয় পর্যায় শুরু হবে ৪ মে থেকে। অবশ্য এই ধাপে কিছুটা শিথিলতা আনা হবে। তার আওতায় রয়েছে পেশাদার ফুটবল। তাই মে মাসের ৪ তারিখ থেকেই অনুশীলন করতে পারবেন খেলোয়াড়েরা। অবশ্য এক্ষেত্রে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে হবে। দলীয় অনুশীলন শুরু হবে ১৮ মে থেকে। লিগ শুরুর নির্ধারিত কোনও দিনক্ষণ না থাকলেও বলা হচ্ছে সেটি শুরুর সম্ভাব্য মাস জুন। অবশ্য তাতে কোনও দর্শক থাকবে না।
আজ সোমবার ইতালির প্রধানমন্ত্রী টেলিভিশনে বলেছেন, ‘আমরা জোরালোভাবে ফুটবল চালু করতে কাজ করবো। বিশেষ করে পেশাদার ফুটবল। যেন একটা রোডম্যাপ পাওয়া যায়, সেই লক্ষ্যে ৪ মে থেকে ব্যক্তিগত অনুশীলনের পথ উন্মুক্ত করা হয়েছে। ১৮ মে থেকে চালু হবে দলীয় অনুশীলন।’
পরিস্থিতি উন্নতি হলেই তখন লিগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী, ‘এর পরেই আমরা সব কিছু মূল্যায়ন করবো যে লিগ স্থগিত নাকি সেটি শেষ করা যাবে।’
সিরি আ বন্ধ আছে ৯ মার্চ থেকে। এখনও লিগে বাকি ১২ রাউন্ড। তার ওপর ২৫তম রাউন্ডের চারটি ম্যাচ স্থগিত হয়ে আছে। এছাড়া ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগও স্থগিত আছে।