আনোয়ার হোসেন আন্নু, সাভার: ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন মাসুদ চৌধুরী সাভারে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। গত দুই মাস ধরে করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকেই করোনা যুদ্ধে এগিয়ে আসেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মাসুদ চৌধুরী।
তারই ধারাবাহিকতায় গত ১৫ ই মে পবিত্র জুমার নামাজের পর সাভার পাবলিক লাইব্রেরীর কন্ট্রোল রুম এর সামনে থেকে ৫ শতাধিক রোজাদাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার সামগ্রী দেওয়া হলো।
সারা বিশ্ব যখন করনা প্রাদুর্ভাবে অচল হয়ে আছে, মহামারী সৃষ্টি হয়েছে লাশের স্তুপ তৈরি হয়েছে, ঠিক তখনই বাংলাদেশের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী ঠেকাতে গত ২৬ শে মার্চ থেকে সারা বাংলাদেশের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য, তার ফলে ১৬ কোটি বাঙালি গৃহবন্দি হয়ে পড়ায় বাংলাদেশের মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন অসহায়, হতদরিদ্র, গৃহহীন, ক্ষুধার্ত এই জনগোষ্ঠী পাশে দাঁড়ানোর জন্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা মাসুদ চৌধুরী সাধারণ মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরনে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
ইফতার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন ৪ নং ওয়ার্ড এর কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।