জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ফটো সাংবাদিক মিজানুর রহমান খানের পরিবারকে এক লাখ টাকার আর্থিক অনুদান ও উপহার সামগ্রী দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
শনিবার (৩০ মে) বিকেলে আইজিপির পক্ষে অনুদানের এ চেক তুলে দেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) এস এম রুহুল আমিন।
এসময় ক্র্যাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে করোনায় মারা যাওয়া তিন সাংবাদিকের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান ও ঈদ উপহার সামগ্রী দেন আইজিপি।