শনিবার, ১১ মে ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ভারত-চীন সংঘাতের ‘শান্তিপূর্ণ সমাধানে’ আশাবাদী যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১৮৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে ভারত ও চীন।

গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে কোনও গোলাগুলি না হলেও লাঠি ও পাথর দিয়ে মারামারি হয়, যাতে এক কর্মকর্তাসহ অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তাতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা অস্থিরতা আরও তুঙ্গে উঠলো। এই পরিস্থিতি ভারত ও চীন কাটিয়ে উঠবে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের রাজ্য বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, ‘এই পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে মতপ্রকাশ করেছে ভারত ও চীন। বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান সমর্থন করি আমরা।’

ওই মুখপাত্র বলেছেন, বর্তমান পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যক্ষণ’ করছিল যুক্তরাষ্ট্র। ভারতের নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছে তারা, ‘তাদের পরিবারের প্রতি রইলো আমাদের সমবেদনা।’

মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারত ও চীনের মধ্যস্থতাকারী হতে প্রস্তুত আছেন তিনি। যদিও তার প্রশাসন ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি। সীমান্ত পরিস্থিতি নিয়ে গত ২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছিলেন ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com