আদালত প্রতিবেদক: সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশের সব অধস্তন ভার্চুয়াল আদালত ৩০ কার্যদিবসে ৪৪ হাজার ৮০২ জন আসামির জামিন মঞ্জুর করেছেন।
শুক্রবার (২৭ জুন) বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ মে থেকে ২৫ জুন পর্যন্ত ৩০ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ৮৪ হাজার ৬৫৭টি জামিন আবেদনের শুনানি নিয়ে ৪৪ হাজার ৮০২ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
এদিকে ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৩০ কার্যদিবসে ৫৭১ শিশুকে জামিনে মুক্তি দিয়েছেন ভার্চুয়াল আদালত।
গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।