সুমন হোসেন শাওন, শ্রীনগর, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ থেকে স্বাস্থ্য সুরক্ষায় উপকরণ বিতরণ করা হয়েছে। এলজিএসপি-৩ এর অর্থায়নে ১৫০ টি পরিবারের মাঝে ৫ টি সার্জিক্যাল মাস্ক, ৫ টি হাত ধোয়ার সাবান ও ১ কেজি ব্লিসিং পাউডার দেওয়া হয়। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে এসব উপকরণ দেওয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসাৎ রহিমা আক্তার, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান। ইউপি সচিব খন্দকার মোকছেদুর করিমের পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।