বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

অধ্যাপক এমাজউদ্দিন আর নেই

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২১৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এমাজউদ্দীনের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজনীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ২টার দিকে বমি করছিলেন। একাধিকবার বমি করায় পর আমরা দ্রুত ল্যাবএইড হসপিটালে নিয়ে যাই। ‍শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে বাবা ইন্তেকাল করেন। বাবা একেবারে স্বাভাবিক ছিলেন। কোনো প্রবলেম এখন পর্যন্ত জানতে পারিনি।

বাদ জুমা ও বাদ আছর দুটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে বলেও জানান তিনি।

বিএনপিপন্থি বুদ্ধিজীবী হিসাবে পরিচিত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি প্রেস উইং সদস্য শামছুদ্দিন দিদারও ।

অধ্যাপক এমাজউদ্দীন ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। প্রায় আড়াই দশক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগে অধ্যাপনা করেছেন। পাশাপাশি পালন করেছেন প্রতিটি প্রশাসনিক দায়িত্বও। ছিলেন বিভাগীয় প্রধান, মহসিন হলের প্রভোস্ট, প্রক্টর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং সবশেষে ভাইস চ্যান্সেলর।

১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাবির ভাইস চ্যান্সেলর ছিলেন। এরপর ছয় বছরের কর্মবিরতি শেষে ২০০২ সালে যোগ দেন ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভের ভাইস চ্যান্সেলর পদে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com