মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

শিল্পকলা সংগ্রহের দুর্লভ অ্যালবাম বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২৬০ বার পঠিত

 

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের শিল্পকলা সংগ্রহ সম্বলিত দুর্লভ একটি অ্যালবামের সীমিত সংখ্যক কপি বিক্রি করা হবে। এ বিষয়ে ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, দেশবরেণ্য চিত্রশিল্পী হাশেম খান ও ইতিহাসবিদ ড. মুনতাসির মামুন এর সম্পাদনায় বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত পেইন্টিং, ম্যুরাল, ভাস্কর্যের ছবি ও তথ্যসম্বলিত বাংলাদেশ ব্যাংকের শিল্পকলা সংগ্রহ অ্যালবামটি প্রকাশ করা হয়।

এটি মূলত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, বিভিন্ন শাখা অফিস এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রাঙ্গণ ও স্থাপনা সজ্জায় নির্মিত সব ম্যুরাল ও ভাস্কর্য এবং ব্যাংকে সংরক্ষিত পেইন্টিংর ছবি তথ্যসহযোগে বর্ণনাবন্ধ একটি নান্দনিক অ্যালবাম।

এখানে আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদীন, কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, এসএম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, কাইয়্যুম চৌধুরী, মুস্তফা মনোয়ার, মর্তাজা বশীরসহ অসংখ্য প্রথিতযশা শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে।

এর বিক্রয় মূল্য ধরা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আগ্রহীদের ডিাপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) বিভাগে যোগ করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com