জ্যেষ্ঠ প্রতিবেদক : তেজগাঁও ও শেরে-বাংলা নগর থানা এলাকায় পৃথক অভিযানে অজ্ঞান ও মলম পার্টির ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে র্যাব-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানার মহাখালী রেল ক্রসিংয়ের পাশে আরজত পাড়ার বটগাছের নিচে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মো. রুবেল, মো. উজ্জল ওরফে শুকুর, মো. সাদ্দাম হোসেন, মো. জলিল, মো. রানা শেখ ও মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর সিনিয়র এএসপি মো. জাহিদ আহসান গণ্যমাধ্যমকে বলেন, তাদের প্রধান টার্গেট দূর-দূরান্তের যাত্রীরা। যাত্রীর সঙ্গে বাস, রিকশা, ভ্যানে চলাচলের সময় সাধারণ যাত্রীর পাশাপাশি যাত্রী হিসেবে উঠে বসে। পরে সুযোগমতো জয়গায় মলম বা আচার এবং তরল কেমিক্যাল দিয়ে তাদের অজ্ঞান করে। এভাবে টাকা-পয়সা, মোবাইল, অলঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বর্তমানে ঈদের সময়কে কেন্দ্র করে এ চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠছে।