বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কাজী অনিক দুই বছর নিষিদ্ধ মাদক সেবনের কারনে

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৩৫ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় দুই বছর নিষিদ্ধ হলেন বাঁহাতি পেসার কাজী অনিক। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৮ সালের নভেম্বরে কক্সবাজারে জাতীয় ক্রিকেট লিগের এক ম্যাচে মিথামফিটেমাইন গ্রহণ করে খেলতে নেমেছিলেন অনিক। ম্যাচ চলাকালিন তার ডোপ টেস্ট করানো হয়। সেই ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারেননি সম্ভাবনাময়ী এ পেসার। পরবর্তী সময়ে তিনি এ বিষয়টি স্বীকার করে নেন; এবং অ্যান্টি ডোপিং ধারা ভাঙায় সকল ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞাও মেনে নেন।

ঢাকা মেট্রোর হয়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খেলা ওই ম্যাচটিই হয়ে আছে তার শেষ প্রথম শ্রেণির ম্যাচ। মিথামফিটেমাইন পদার্থটি একটি উদ্দীপক হিসেবে আইসিসির নিষিদ্ধ তালিকায় ২০১৮ থেকে অন্তর্ভুক্ত। বিসিবির অ্যান্টি ডোপিং কোড ২.১ এর আওতায় নিষিদ্ধ হন অনিক। এই বাঁহাতি পেসারের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি থেকে। তিনি ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি থেকে পুনরায় আবার ক্রিকেট সংশ্লিষ্ট যেকোনো কিছুতে ফিরতে পারবেন।

অনিক ২০১৮ সালে নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ১৯ গড়ে তিনি ১০ উইকেট নিয়েছিলেন। এছাড়া চারটি প্রথম শ্রেণির ম্যাচে ১৫ উইকেট, ২৬ লিস্ট এ ম্যাচে নিয়েছেন ৪১ উইকেট। অনিক নিজের বিপিএল অভিষেকে রাজশাহী কিংসের হয়ে ১১ উইকেট শিকার করেছিলেন। যেখানে অভিষেকে চার উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া বিপিএলে সাকিবের দল ঢাকা ডায়নামাইটসের হয়েও খেলেছিলেন এক আসরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com