বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ইসরাফিল আলমের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। পৃথক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী: এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রী শোক বার্তায় ইসরাফিল আলমকে আদর্শবান ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অর্থমন্ত্রী: নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিরি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অর্থমন্ত্রী শোক বার্তায় বলেন, ‘ইসরাফিল আলমের মৃত্যুতে দেশ একজন সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তিনি দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন। গণমানুষের এ নেতার অসময়ে চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

শিল্পমন্ত্রী: ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সোমবার (২৭ জুলাই) শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো শোক বার্তায় শিল্পমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাণিজ্যমন্ত্রী: সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার (২৭ জুলাই) সকালে বাণিজ্যমন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

শিল্প প্রতিমন্ত্রী: ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসরাফিল আলম।

আইজিপি: সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শোক বার্তায় আইজিপি বলেন, ইসরাফিল আলম আজীবন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। শ্রমিক আন্দোলনের মধ্য দিয়েই মূলত তার রাজনৈতিক উত্থান। শ্রমিক ও সমাজের সাধারণ মানুষের পক্ষে তিনি জাতীয় সংসদে ও সংসদের বাইরে কথা বলেছেন।

তিনি করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠার পর ফুসফুসের জটিলতা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ইসরাফিল আলম। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি। বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন ইসরাফিল আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com