মোঃ আনোয়ার হোসেন: মানুষ মানুষের জন্য বাক্যটি যুগের পর যুগ চলে আসলেও একজন অফিসার ইনচার্জ কতটা মানবিক হতে পারে তাকে না জানলে সচরাচর ভাবনায়ও আসবেনা । তিনি মুন্সিগঞ্জ শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা।বৃহত্তর ময়মনসিংহ জেলার এক সম্ভ্রান্ত ভূঞা পরিবারে সোনার চামচ মুখে নিয়ে তার জন্ম। পিতা হাজী ইজ্জত আলী ভূঞা একজন ধর্মপরায়ন, সত্যবাদি, সমাজের সর্বজনীন শ্রদ্ধাভজন ব্যাক্তিত্ব, তেমনি বাবকা বেটা সিপাইকা ঘোড়া অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা। যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী,পাঁচ ভাই বোনের মধ্যে দ্বিতীয় মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা, ছোট বেলা হতেই পিতার আদর্শে আদর্শিত হয়ে নিজ এলাকায় করছেন যেমন মানবসেবা, তেমনি কর্মক্ষেত্রে রেখে চলেছেন তার জলন্ত স্বাক্ষরতা।পূর্ব কর্মক্ষেত্র থেকে বদলি হয়ে গত ১৮-১১-২০২০ ইং তারিখ শ্রীনগর থানায় প্রথম কর্মদিবস শুরু করলেও বছর না পেরুতেই শ্রীনগর উপজেলা বাসির নিকট হয়ে উঠেন এক ন্যায় বিচারালয়ের প্লাটফর্ম। অল্প সময়ে হয়ে উঠেন এলাকাবাসীর নিকট মানবতার ফেরিওয়ালা।
সকলের জন্য এক উজ্জ্বল আদর্শ। সততা,নম্রতা, ভদ্রতা ও ন্যায় বিচারের মাধ্যমে মানুষের হৃদয়ে স্বস্তির স্হান তৈরী করে নিয়েছেন অতি সহজে। আবার কোথাও কোন অপরাধ সাধিত হলে দায়িত্বে অবহেলা না করে অকুতোভয় জ্বলে উঠছেন বাঘের ন্যায়। অপরাধী শাস্তি পাবে এটাই তার নিকট সুষ্ঠু বিচারকের সততার নজীর। জটিল বিষয়ের সৃষ্ট সমস্যার সমাধান অতি তীক্ষ্ণ ভাবে তার সুমিষ্ট বাচনের মাধ্যমে সুষ্ঠ সমাধান হচ্ছে নিমিষেই। বিশ্ব মহামারী কভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বের ন্যায় আমাদের দেশেও যখন চলছে মৃত্যুর মিছিল সেখানে সকাল হতে অর্ধ রাত পর্যন্ত নিজের জীবন বাজি রেখে নির্বিঘ্নে করে যাচ্ছেন মানবসেবা।
ছুটে চলেছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সর্বদা খোজ নিচ্ছেন জন মানবের করোনা পরিস্থিতির। বর্তমান বন্যা পরিস্থিতিতে মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা ছুটে চলেছেন মানুষের দ্বারে।খোজ নিচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবার ও রাস্তা ঘাটের। একজন কলম সৈনিক হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যেমন নৈতিক দায়িত্ব, তেমনি কারো পক্ষে মিথ্যা সাফাই গাওয়া নয় তুলে ধরতে হবে ব্যক্তির নৈতিক গুনাবলি,পুলিশ সদস্য হয়ে কিভাবে সাধারণ মানুষের ভালোবাসার পাত্র হওয়া যায় তারই উৎকৃষ্ট উদাহরন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূ্ঞা।
আলাপকালে তিনি বলেন, অফিসার ইনচার্জ হলেও আমি একজন মানুষ,কারো সন্তান, কারো স্বামী, কারো পিতা,কারো ভাই, আমাদেরও একটা মন আছে। সেবা মূলক চাকুরী করি আমি জনতার সেবক, তাই সেবাই আমার ধর্ম,সেবাই আমার কর্ম।