মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

১৫ লাখ টাকা জরিমানা ফারইস্ট ফাইন্যান্সের দুই পরিচালককে

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৪ বার পঠিত

পুঁজিবাজার প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দুই পরিচালককে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিএসইসির ৭৩৮তম কমিশন সভায় এ জরিমানা করা হয়।

যাদেরকে জরিমানা করা হয়েছে তারা হলেন- ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ও পরিচালক এম এ খালেক ও তার স্ত্রী পরিচালক রুবাইয়াত খালেদ।

জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়াই ফারইস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান ও পরিচালক এম এ খালেক ৩২ লাখ ৮১ হাজার ২৬৬টি এবং তার স্ত্রী কোম্পানির পরিচালক রুবাইয়াত খালেদ ২৬ হাজার ৭৭৭টি শেয়ার নিষিদ্ধ সময়ে বিক্রি করেছেন। একইসঙ্গে শেয়ার কেনাবেচা সংক্রান্ত কর পরিশোধ করেননি। এর মাধ্যমে তারা বিএসইসি ও ডিএসইর সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছেন। যে কারণে এম এ খালেককে ১০ লাখ টাকা এবং রুবাইয়াত খালেদকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি কমিশন।

জরিমানা আদায় না হওয়া পর্যন্ত তাদের বিও হিসাব জব্দ রাখা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com