বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

শাহবাগে ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ধর্ষণবিরোধী কালো পতাকা মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে পাঁচ আন্দোলনকারী আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। এতে আহত হন সাজ্জাদ হোসেন শুভ, মাহমুদা দীপা, আরিফিন ইমন, সৈয়দ ইরফান ও আসমানী আশা। আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি জওহরলাল রায় গন্যমাধ্যমকে জানান, রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল শুরু করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি।

দুপুর ১২টা থেকে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ধর্ষণবিরোধী গণজমায়েত শুরু হয়। ১টা ১০ মিনিটের দিকে শাহবাগ মোড় থেকে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পৌঁছালে এতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়নের সদস্যদের ধস্তাধস্তি হয়। পুলিশের লাঠিচার্জে পাঁচজন আহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com