মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা শ্রেষ্ঠতম: সেনাপ্রধান

  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩০৯ বার পঠিত

নিউজ ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থসামাজিক-অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা তা সমকালীন বিশ্বে সেনাবাহিনীসমূহের মধ্যে শ্রেষ্ঠতম।

আজ বুধবার কুমিল্লা সেনানিবাসে এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে রেজিমেন্টাল কালার ও পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে জীবন বাজি রেখে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে । এ কাজের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন।

অনুষ্ঠানে সেনাপ্রধান কুমিল্লা সেনাবাহিনীর ৬টি ইউনিটকে মহান স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল সাফল্যের স্বীকৃতি সরূপ কালার ও পতাকা প্রদান করেন।

এর আগে সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে আসলে তাকে অভ্যর্থনা জানান কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস। এছাড়া তিনি সে সময় কুমিল্লা সেনানিবাসের সুশৃঙ্খল কুচকাওয়াজ উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com