আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার সংকট কাটিয়ে ধীরে ধীরে অর্থনীতি পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে চীন। দেশটির সবশেষ দেওয়া প্রবৃদ্ধির পরিসংখ্যানই এ বার্তা দিচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, ওই প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯ শতাংশ।
যদিও এ সময়ে দেশটির প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা।
ইরিস পেং নামে এক অর্থনীতিবিদ বলেছেন, প্রবৃদ্ধির সংখ্যা নিয়ে খবরের শিরোনামকে কোনোভাবেই মন্দ বলা যায় না। চীনে চাকরির বাজার স্থির হচ্ছে, যা বাজারে নতুন ক্রেতা তৈরি করছে।
সেপ্টেম্বরে চীনের বাণিজ্যের চিত্রেও দারুণ উন্নতি দেখা গেছে। গত মাসে দেশটির রপ্তানির প্রবৃদ্ধি ছিলো ৯ দশমিক ৯ শতাংশ এবং আমদানির প্রবৃদ্ধি ছিলো ১৩ দশমিক ২ শতাংশ।