বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৪৩ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন করোনা পজিটিভ এবং ৪ জন উপসর্গ নিয়ে মারা যান। শনিবার সকাল ৮টা থেকে রবিবার (০১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।

একই সময়ে ৫৩৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৮১ জনের।

এ নিয়ে করোনায় গত তিন দিনে কুষ্টিয়ায় ৩৩ জনের মৃত্যু হলো। এর আগে ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত এক মাস এ জেলায় ৪৩৯ জনের মৃত্যু হয়। গত বছরের ২২ এপ্রিল কুষ্টিয়ায় প্রথম করোনা শনাক্তের পর আজ পর্যন্ত এ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬৬১ জনের।

২৫০ শয্যার কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আলম জানান, স্বাস্থবিধি না মানায় এই জেলার মানুষের মধ্যে করোনায় আক্রান্ত এবং মৃত্যু বেড়েই চলেছে। হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী আসছে। এখন পর্যন্ত ২৫০ শয্যার এই করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা শনাক্ত হয়ে ১৯১ জন এবং উপসর্গ নিয়ে ৫২ জনসহ ভর্তি আছেন ২৪৩ জন রোগী। এদের অধিকাংশেরই অক্সিজেন দিতে হচ্ছে।

তিনি বলেন, এর বাইরে উপজেলা হাসপাতালগুলোতেও আরো শতাধিক রোগী ভর্তি আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com