নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার চকবাজার উর্দু রোডে এক ব্যক্তির টাকা ছিনতাই করে পুলিশের হাত থেকে ফসকে পালানোর সময় কাভার্ডভ্যানের চাপায় এক কিশোর ছিনতাইকারী নিহত হয়েছেন।নিহতের নাম জয় (১৭) বলে জানা গেছে।
ডিএমপির চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মো. দেলোয়ার হোসেন আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর চকবাজার থানার উর্দু উর্দ্দু রোডে কারা অধিদফতরের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলেই মারা যায় জয় নামে ওই কিশোর ছিনতাইকারী । পরে চকবাজার থানা পুলিশ নিহতের মহদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠিয়েছে।
ডিএমপির চকবাজার থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন আজ রোববার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে চকবাজার থানার উর্দু উর্দ্দু রোডে কারা অধিদফতরের পাশের রাস্তায় জয়সহ ৬ থেকে ৭ জনের একটি কিশোর ছিনতাইকারী দল এক ব্যক্তির পথ রোধ করে তার কাছ থেকে টাকা ছিনতাই করছিল। এ সময় পুলিশের একটি টিম ঘটনাস্হলে পৌছে জয় ও ছিনতাইয়ের স্বীকার ওই ব্যক্তিকে ধরে ফেলে। তখন পুলিশের হাত থেকে কিশোর ছিনতাইকারী জয় ছুটে পালিয়ে যাওয়ার সময় রাস্তার উপর একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত জয়ের চাচাতো ভাই মো. সাগর এর উদ্বতি দিয়ে পুলিশ জানান, জয় পরিবারের সাথে উর্দ্দু রোডে নিজেদের বাসায় থাকতো। তার বাবার নাম শামসুদ্দিন জুম্মন। জয় বেকার ছিল। ৩ ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ছিনতাইয়ের ঘটনাট সাথে যারা জড়িত আছে। তাদেরকে ধরার চেষ্টা চলছে। ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা হবে।