বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

নাক দেখে মানুষের ব্যক্তিত্ব চিনবেন যেভাবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১০৪ বার পঠিত

আপনার কথা, আচরণ, হাসি আপনার ব্যক্তিত্বের অনেকটাই বহিঃপ্রকাশ ঘটায়। সমুদ্রশাস্ত্র অনুযায়ী আপনার শারীরিক গঠন হিসেবে নাকও আপনার সম্পর্কে অনেক কিছুই জানান দেয়।

একটু খেয়াল করলেই দেখবেন, আমাদের সবার একটি নাক থাকলেও নাকের আকার কিন্তু মোটেও এক নয়।

বিশেষজ্ঞদের মতে, নাকের বিভিন্ন আকার বিভিন্ন ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। পৃথিবীতে নাকের বিভিন্ন আকার লক্ষ করা যায়। এগুলো হলো রোমান নাক, নুবিয়ান নাক, স্ট্রেট বা গ্রিক নাক, ক্রকড বা আঁকাবাঁকা নাক, ফ্লেসি নাক, বাটন নাক, হাওয়ক নাক, স্নাব নাক, আকারে বেশ বড় নাক ইত্যাদি।

এই নয় ধরনের নাকের আকৃতি আপনার ব্যক্তিত্বের অনেক কিছুই বলে দেয়। চলুন জেনে নেই বিখ্যাত মুখায়ব বিশেষজ্ঞ জিন হানের বইতে থাকা নাকের সেসব আকৃতি সম্পর্কে যা দেখে সহজেই আপনি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে আন্দাজ করে নিতে পারবেন।

১। রোমান নাক: বিভিন্ন ধরনের নাকের আকৃতির মধ্যে উল্লেখযোগ্য একটি নাক হলো রোমান নাক। ছবিতে থাকা রোমান নাকের গঠন অনুযায়ী যদি আপনার নাক হয়ে থাকে তবে আপনি অত্যন্ত দৃঢ় মানসিকতার অধিকারী বলে ধরে নেওয়া হয়। আপনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। লক্ষ্যে পৌঁছতে সঠিক পরিকল্পনা করতে পারেন। আপনি অনেকটাই বাস্তববাদী।

২। নুবিয়ান নাক: আরেক ধরনের নাকের গঠন রয়েছে যেটিকে বিশেষজ্ঞরা নাম দিয়েছে নুবিয়ান নাক। এই ধরনের নাকের গঠনের সঙ্গে কিন্তু আমেরিকার এককালের প্রেসিডেন্ট বারাক ওবামার নাকের গঠনের সঙ্গে মিল আছে। আপনার যদি এমন নাক হয়ে থাকে তবে আপনি বেশ খোলামেলা মনের অধিকারী বলে ধরে নেয়া হয়। তবে কিছুটা লাজুক হলেও আপনি অত্যন্ত বিজ্ঞ ব্যক্তিত্বের অধিকারী।

৩৷ স্ট্রেট বা গ্রিক নাক: আপনি জানলে অবাক হবেন, এই গড়নের নাকের ব্যক্তিরা অত্যন্ত জনপ্রিয় থাকে নিজেদের জীবনে। সৎ, ধৈর্যশীল, নিষ্ঠাবান এবং বাস্তববাদী প্রকৃতির হয়ে থাকা তারা। কথা দিয়ে কথা রাখতে ভালোবাসেন তারা। যেকোনো দুঃসময়ে ভালোবাসার মানুষ বা প্রিয়জনদের পাশ থেকে কখনও দূরে সরে যান না।

৪৷ ক্রকড বা আঁকাবাঁকা নাক: একটু খেয়াল করে দেখবেন, অনেকের নাকের গড়ন বেশ আঁকাবাঁকা ধরনের হয়ে থাকে। এই ধরনের ব্যক্তিদের ব্যক্তিত্ব অত্যন্ত শক্তিশালী হয়। তবে বেশ উদার মনের হয়ে থাকে তারা। অত্যন্ত ভালো পর্যবেক্ষক এবং ভালো শ্রোতাও হয়ে থাকেন তারা। তাদের বাস্তব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে অন্যদের তুলনায় অনেক বেশি।

৫। ফ্লেসি নাক: ফ্লেসি নাক বা ফ্লেসি নোস আকৃতির মানুষরা যেকোনো বিষয়ে দ্রুত চিন্তা করার দক্ষতা রয়েছে। চতুর ব্যক্তিদের এড়িয়ে চলতে এরা বেশ বিচক্ষণ এবং সতর্ক থাকেন। তাদের মধ্যে টাকা সঞ্চয়ের প্রবণতা বেশি থাকে। তুচ্ছ বিষয় কিংবা তুচ্ছ মানুষদের নিয়ে তারা কখনও মাথা ঘামান না।

৬। বাটন নাক: মানুষের মধ্যে আরেক গড়নের নাক দেখতে পাওয়া যায় তা হলো বাটন নাক। এই নাকের ব্যক্তিরা বেশ চতুর ধরনের। দৃঢ়প্রতিজ্ঞ এবং স্বতঃস্ফূর্ত হয়ে থাকেন তারা। জীবনেও বেশ আশাবাদী হয়ে থাকেন। বিনিয়োগের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করতে এরা বেশ দক্ষ।

৭। হাওয়ক নাক: হাওয়ক নাক যাদের রয়েছে তারা বেশ উচ্চাকাঙ্ক্ষা, স্বাধীনচেতা এবং নেতৃত্বের ক্ষমতা রাখেন। ব্যবসায়িক জ্ঞান তাদের বেশ ভালো। নিজের সাফল্যর পথ নিজেরাই তৈরি করতে পারেন তারা। তবে কখনও কখনও বেশ কিছু ক্ষেত্রে স্বার্থপরতা মনোভাব দেখতে পাওয়া যায় তাদের মধ্যে।

৮। স্নাব নাক: স্নাব নাকের গঠন রয়েছে এমন ব্যক্তিরা বেশ বুদ্ধিমান হন। সৃজনশীল কাজে তারা বেশ দক্ষ হন। এই নাকের অধিকারী ব্যক্তিরা মাঝে মধ্যেই অকারণে চিন্তা করেন। তবে যেকোনো বিষয় পর্যবেক্ষণ করে সঠিক সিদ্ধান্ত কিংবা আন্দাজ করতে এরা বেশ দক্ষ হয়ে থাকেন। সঠিক পরিকল্পনায় জীবনে সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন তারা।

৯। আকারে বেশ বড় নাক: যাদের নাকের গঠন বেশ বড় তারা অন্যের আদেশ নিতে অপছন্দ করেন। একটু বস হতে বেশি ভালোবাসেন। স্বাধীনচেতা মনোভাবও রয়েছে তাদের। বেশ শান্ত প্রকৃতির হলেও কাজ করার জন্য অন্য কারও উপর নির্ভর করেন না। এক রকমের ভালো মানুষই বলা যায় তাদের।

আসলে ফিজিওগনোমিস্টদের কাজই হলো শারীরিক গঠনের বিভিন্ন অংশের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা। এসব ব্যাখ্যার সঙ্গে অবশ্য জিনগত বিষয় বিশেষভাবে সম্পর্কিত। যার চর্চা বা পরীক্ষা যাই বলেন, তা প্রায় ৩০০০ বছর ধরে হয়ে আসছে।

সূত্র: জি নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com