রবিবার, ১২ মে ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

যে কারণে টি-২০ কে বিদায় বললেন মুশফিক

  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ বার পঠিত

আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম। তবে ওয়ানডে ও টেস্ট চালিয়ে যেতে চান এই ক্রিকেটার। সম্প্রতি এশিয়াকাপে পারফরম্যান্সের কারণে নানান রকম সমালোচনায় পড়েন তিনি। আর তাইই তার এ সিদ্ধান্ত।

গতকাল এশিয়া কাপ থেকে খালি হাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এসেছেন মুশফিকও। দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই এশিয়া কাপ মিশন শেষ করেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারে বাংলাদেশ। যেখানে ৪ বল খেলে ১ রান করতে সমর্থ হন মুশফিক। রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ঘরে ফেরেন।

দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বড়ে স্কোর করেও ২ উইকেটের হার নিয়ে এশিয়া কাপ মিশন শেষ করে বাংলাদেশ দল। যেখানে ৫ বলে চার করেন এ উইকেট কিপার ব্যাটার।

এ ছাড়া একই ম্যাচের দ্বিতীয় ওভারে তাসকিনের শেষ বলে কুশল মেন্ডিসের ক্যাচ মিস করেন মুশফিক। সেই মেন্ডিস ৬০ রানের ইনিংস খেলেন। মুশফিক ক্যাচটি মিস না করলে হয়তো বাংলাদেশ ম্যাচটি জিতে যেতে পারত।

এই সব কারণেই বেশ সমালোচনার মুখে পড়েন মুশফিক। আর দেশে ফেরার পরের দিনই টি-২০ কে বিদায় জানালেন তিনি।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com