শনিবার, ১১ মে ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

অল্প বৃষ্টিতে সচিবালয়ে জলাবদ্ধতা সৃষ্টি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুলিস্তান ও আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়।এক পশলা বৃষ্টিতে সচিবালয়েও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে ঢাকার কোনো কোনো স্থানে সামান্য বৃষ্টি হয়েছে, কোথাও আবার বৃষ্টিই হয়নি।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকেই আকাশ মেঘে ঢেকে যায়। সাড়ে ১১টার দিকে ঝুম বৃষ্টি নামে। গুলিস্তান ও আশপাশের এলাকায় ৩০ মিনিটের মতো ঝুম বৃষ্টি হয়েছে।
বৃষ্টি থেমে যাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, অনেক স্থানেই পানি জমেছে। পানি জমায় চলাচলের ক্ষেত্রে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দুর্ভোগে পড়েন। কেউ বাধ্য হয়ে জুতা ভিজিয়ে, প্যান্ট গুটিয়ে আধা ভেজা হয়ে চলাচল করছেন।

সচিবালয়ের ৪ নম্বর ভবনের পশ্চিম পাশ, ক্লিনিক ভবনের পেছনের অংশ, ৩ নম্বর ভবনের পেছনে চালাচলের মূল পথটিও পানিতে তলিয়ে গেছে। ৬ নম্বর ভবনের দক্ষিণ পাশে প্রায় হাঁটু সমান পানি জমেছে। ৩ নম্বর ভবন ঘিরে থাকা বাগানেও পানি জমেছে।
স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রণালয় থাকা ৩ নম্বর ভবনের উত্তর-পূর্ব দিকের প্রবেশ ও বের হওয়ার পথটির সামনে পানি জমেছে। কায়দা করে এ পথটুকু পার হতে চাইছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী আলমগীর। কিন্তু শেষ রক্ষা হয়নি, পায়ের পুরো অংশই ভিজে যায়।

তিনি যেতে যেতে বলেন, ‘এটুকু বৃষ্টিতে সচিবালয়ের মতো জায়গার এ অবস্থা। অন্য জায়গার কী অবস্থা আল্লাহই জানে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com