বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মানবিক করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা দেশের জন্য হুমকি স্বরুপ – আমিনুল হক সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’ কানে ৬ মাসেই ভেঙে গেল মারে-জোকোভিচের জুটি সম্পদের তথ্য গোপন মামলায় ডা. জোবাইদা রহমানের হাইকোর্টে জামিন বন্দরের ব্যবস্থাপনা পৃথিবীর সেরাদের হাতে দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের ২ দিনের রিমান্ড মঞ্জুর আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেয়া যাবে না – আমিনুল হক সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস ১৭ মে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

গোল্ডেন গ্লাভস মার্টিনেজের, সেরা উদীয়মান খেলোয়াড় ফার্নান্দেজ

  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ বার পঠিত

আসরে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অন্যদিকে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এনজো ফার্নান্দেজ।

এর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে রোববার (১৮ ডিসেম্বর) ৩৬ বছর পর নতুন ইতিহাস লিখেছেন মেসিরা। ফ্রান্সকে টাইব্রেকারে ৩(৪)-৩(২) ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা জিতে নেয় তাদের তৃতীয় শিরোপা।

আলবিসেলেস্তেদের এ শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারতো কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে টাইব্রেকারে দলের স্বপ্ন বাঁচিয়ে রাখেন মার্টিনেজ। তার গোলকিপিং নৈপুণ্যে সে ম্যাচে ২(৪)-২(৩) ব্যবধানে জিতে নেয় আর্জেন্টিনা।

এরপর সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে আরও একবার কঠিন পরীক্ষার সম্মুখীন হন তিনি। এবারও দারুণ দক্ষতায় ফরাসিদের হয়ে পেনাল্টি শুট নিতে আসা কিংসলে কোম্যানের শট ফিরিয়ে দিয়ে দলকে জেতান বিশ্বকাপ ট্রফি। অবশ্য ভাগ্য পরীক্ষায় তাকে সহায়তা করেন অরলিঁয়ে চুয়ামেনিও। ফরাসিদের হয়ে পেনাল্টি শুটে অংশ নেয় এ মিডফিল্ডারের শট থাকেনি লক্ষ্যে। তাতে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এছাড়া পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে মরক্কোর ইয়াসিন বুনো ও ক্রোয়েশিয়ার লিভাকোভিচকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতে নেন এমিলিয়ানো।

এদিকে ২১ বছর বয়সী এনজো ফার্নান্দেজ আসরে এক গোল ও এক অ্যাস্টি করে জিতে নেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে এ আর্জেন্টাইন তার গোলটি করেন। আর অ্যাসিস্ট করেন পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে বাঁচা-মরার ম্যাচে।

অন্যদিকে এবারের আসরে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ৭ গোল ও ৩ অ্যাসিস্টে আসর সেরা হয়ে মেসি জিতেছেন গোল্ডেন বল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com