 
							
							 
                    সুনামগঞ্জের ছাতকে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলিম উদ্দিন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরো চার যাত্রী।
বুধবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিম উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার কলাইয়া জলিলপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- জলিলপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মনির উদ্দিন, একই গ্রামের তালেব আলীর ছেলে সালেহ আহমদ, আছকর আলীর ছেলে নজরুল ইসলাম ও ওই গ্রামের রমজান আলী। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ছাতকে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলিম উদ্দিন অটোরিকশার যাত্রী। এ সময় অটোরিকশার আরো চার যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে রাতে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিম। তিনি বলেন, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে দুর্ঘটনার পরপরেই পালিয়েছেন বাসচালক ও হেলপার।