চট্টগ্রামের পাহাড়তলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে রাত ১২টার দিকে নগরীর পাহাড়তলী বাজারের একটি দোকানে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে ওই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মহিউদ্দিন সরকার জানান, রাত ১২টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী বাজারে আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।