সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ওয়ানডেতে কেন তাইজুল, জানালেন হেরাথ

  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ বার পঠিত

বোলিং বৈচিত্র্যের কারণেই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নাসুমের পরিবর্তে তাইজুলে আস্থা রেখেছে বাংলার টিম ম্যানেজমেন্ট। স্পিনিং বোলিং কোচ রঙ্গণা হেরাথ বলছেন, পরিকল্পনা কাজে লাগাতে পারলে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজে এগিয়ে থাকবে টাইগাররাই। সাবেক গুরু চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলেও জানান লঙ্কান সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণার পর থেকেই বিশেষ আলোচনা তাইজুল ইসলামকে নিয়ে। নাসুমের পরিবর্তে তাকে দলে নেয়াকে বাঁকা চোখে দেখছেন অনেকেই। যদিও বিষয়টি আগেই খোলাসা করেছিলেন প্রধান নির্বাচক। জানিয়েছিলেন, স্পিনিং বোলিং কোচ, অধিনায়ক আর টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই দলে ফিরেছেন তাইজুল।

বাংলাদেশের স্পিনিং বোলিং কোচ রঙ্গণা হেরাথ বলেন, ‘হ্যাঁ এই পজিশনে আমি সবসময় তাইজুলকেই চেয়েছি। সে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। তাইজুলের মধ্যে ওয়ানডে ক্রিকেটেরও অনেক প্রতিভা দেখতে পাই। আমি কেবল সুপারিশ করেছি। তবে দলে কে থাকবেন কে থাকবেন না, সেটা নির্বাচক আর অধিনায়কের সিদ্ধান্ত।’

কথা বললেন টাইগার হেডকোচ চান্ডিকা হাথুরুসিংহকে নিয়েও। স্বদেশি, সঙ্গে সাবেক গুরু। তাইতো হাথুরুর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। তার নিয়োগ বাংলার ক্রিকেটের জন্য ইতিবাচক হবে বলেই বিশ্বাস হেরাথের।

রঙ্গণা হেরাথ বলেন, ‘এর আগের দফায়ও হাথুরু বাংলাদেশের ভালো কাজ করেছেন। তার অধীনে আমি খেলেছি। সে কোচ হিসেবে অসাধারণ। আশা করছি, আমাদের একসঙ্গে কাজটা দারুণ হবে।’

বাংলাদেশের স্পিনিং বোলিং কোচ বলেন, ‘যে কোনো দলের বিপক্ষে এখন আমরা জয়ের জন্যই খেলতে নামি। তবে জেতার প্রক্রিয়া ঠিক রাখতে হবে, পরিকল্পনা সাজাতে হবে যথাযথ। আমার মনে হয়, ইংল্যান্ড সিরিজটা দারুণ উপভোগ্য হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com