শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষে মৃতের সংখ্যা ছাড়ালো ৩৮০০

  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৮ বার পঠিত
GAZA CITY, GAZA - OCTOBER 13: Palestinian citizens inspect damage to their homes caused by Israeli airstrikes on October 13, 2023 in Gaza City, Gaza. Israel has sealed off Gaza and launched sustained retaliatory air strikes, which have killed at least 1,400 people with more than 300,000 displaced, after a large-scale attack by Hamas. On October 7, the Palestinian militant group Hamas launched a surprise attack on Israel from Gaza by land, sea, and air, killing over 1,300 people and wounding around 2,800. Israeli soldiers and civilians have also been taken hostage by Hamas and moved into Gaza. The attack prompted a declaration of war by Israeli Prime Minister Benjamin Netanyahu and the announcement of an emergency wartime government. (Photo by Ahmad Hasaballah/Getty Images)

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত চলছে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে শুরু হয় এই রক্তক্ষয়ী লড়াই। ইসরায়েলে রকেট হামলার বিপরীতে গাজায় অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এরইমধ্যে শুরু করেছে স্থল অভিযানও। এতে গাজায় নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে।

জানা গেছে, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরর রোববার ইসরায়েলিদের হতাহতের নতুন সংখ্যা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র তাল হেনরিখ সাংবাদিকদের বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি (ইসরায়েলি) নিহত হয়েছেন। এছাড়া জিম্মি করা হয়েছে ১২০ জনেরও বেশি জনকে।

অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে ২ হাজার ৪৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৯ হাজার ২০০ জনে পৌঁছেছে।

এদিকে এর আগে গতকাল পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে ১ হাজার ৩০০ ইসরায়েলির মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। একদিন পর বলা হলো, মৃতের সংখ্যা আরও একশ জনেরও বেশি বেড়েছে।

ইসরায়েলিদের উপর হামাসের হামলা প্রায় বন্ধ হয়ে গেলেও; ইসরায়েলি বিমানবাহিনী ও সেনাবাহিনী এখনো গাজা উপত্যকায় তাদের হামলা অব্যাহত রেখেছে। ফলে গাজায় প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, শুধুমাত্র গত শনিবার ইসরায়েলের হামলায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com