বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যত দ্রুত সম্ভব আমরা বসে সমস্যার সমাধান করবো : উপদেষ্টা রিজওয়ানা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না: প্রেস সচিব ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি রিয়াল ছেড়ে লেভারকুসেনে যোগ দিলেন ভাসকেস মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে, তোমারও ঠিক সেরকম অবস্থা হবে— ভুক্তভোগী নারীকে তৌহিদ আফ্রিদির হুমকি মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অপসারণের নির্দেশ ট্রাম্পের যারা নির্বাচন বয়কট করবে, নিজেরাই মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ খাল দখলকারী ও ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদেশে বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা

সরকারের উন্নয়নের অংশিদার হতে আপনাদের কাছে দোয়া চাই: দয়াল বড়ুয়া

  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী দয়াল কুমার বড়ুয়া বলেছেন, ঢাকা-১৮ আসনে বেশ কয়েকটি সমস্যা রয়েছে। অন্যতম প্রধান সমস্যা হলো; সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি। ড্রেনেজ ব্যবস্থা নেই। গ্যাসের সমস্যা প্রকট। সুপেয় পানির সমস্যা, ওয়াসার সাপ্লাইর পানিতে ময়লা ও দুর্গন্ধ। চিকন সরু রাস্তা। ভাঙাচোরা অধিকাংশ সড়ক। মশার ব্যাপক উপদ্রব। কোন সড়কেই পথচারীদের হাটার পুটপাত নেই। সর্বত্র মাদকের ছড়াছড়ি। ময়লা রাখার কোন ডাম্পিং নেই। এতে আশপাশে ডোবানালা বা খালি জায়গায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ঢাকা-১৮ আসনের মানুষের দীর্ঘদিনের যে সমস্যাগুলো এবং এখানকার সামাজিক নানা অসংগতি আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। ব্যক্তিগতভাবে যারা আমার কাছে এসেছেন বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা জানিয়েছেন আমি তাদের অভিমত শুনেছি এবং সাধ্যানুযায়ী তা সমাধানের চেষ্টা করেছি। তবে এখানকার বৃহৎ যে সমস্যাগুলো দীর্ঘদিন এ এলাকার মানুষ মোকাবিলা করে আসছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধানযোগ্য।

শুক্রবার রাতে ঢাকা-১৮ আসনের উত্তরখানের বালুর মাঠে একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দয়াল বড়ুয়া বলেন, ঢাকা-১৮ আসনের মানুষের সাথে আমার একটি সৌহার্দপূর্ণ যোগাযোগ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সামনের দিনগুলোতে এখানে একজন উপযুক্ত জনপ্রতিনিধি দরকার যিনি এ আসনের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরে ঘুরে সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে এর সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়ে কার্যকর উদ্যোগ নিবেন এবং একইসাথে স্থানীয় প্রতিনিধিদের সাথে তার নিবিড় যোগাযোগ থাকবে। আমি যখন বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা করি স্থানীয় জনগণের মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো জানতে পারি একই এলাকায় দীর্ঘদিনের একই সমস্যাগুলো আমাকে গভীরভাবে ভাবায়। যদিও এ সমস্যাগুলোর ব্যক্তিপর্যায়ে পরিকল্পনা ও সমাধান সম্ভব নয়। এ অবস্থায় সামনের দিনগুলোতে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃহত্তর উত্তরাসহ সমগ্র ঢাকা ১৮ আসনকে ঘিরে আমার দীর্ঘদিনের যে স্বপ্ন, পরিকল্পনা এবং কমস্পৃহা সেটির বাস্তবায়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা ১৮ সংসদীয় আসন থেকে জাতীয় পার্টির পক্ষে সংসদ সদস্য পদপ্রার্থী।

তিনি আরও বলেন, আমি মন থেকে মানুষের সেবা করতে চাই। একজন সংসদ সদস্য মন থেকে চাইলেই এই অঞ্চলের অর্থনীতিসহ সার্বিকভাবে উন্নয়ন করতে পারে। রাজধানীর শিল্পপতি এবং ব্যবসায়ীদের উৎসহ করতে হবে এই অঞ্চলে ব্যবসা করার জন্য। আমি বর্তমান সরকারের উন্নয়নের অংশিদার হতে চাই। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দিলে আমি উন্নয়ন ও তাদের সেবা করার সুযোগ পাবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com