রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে সম্মত জাপান-দক্ষিণ কোরিয়া রাশিয়ার ওপর আবার নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৩ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি : আমিনুল হক মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীর পাশে “আমরা বিএনপি পরিবার” অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তার পদোন্নতির সুপারিশ যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা এনবিআরের ৪১ অতিরিক্ত কর কমিশনার বদলি সম্প্রতি ফ্লাইটসমূহে কারিগরি ত্রুটির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গৃহীত পদক্ষেপ

বিএনপিপন্থী আইনজীবীদের মানববন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৩৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: গ্যাসের মূল্য বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ভবনের সামনের চত্বরে মানববন্ধন করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা।

সোমবার (৯ জুলাই) দুপুরে বিএনপি সমর্থক আইনজীবীদের ‘সংগঠনের গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন-সুপ্রিম কোর্ট’ ইউনিটের ব্যানারে শতাধিক আইনজীবী এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নিয়ে সম্প্রতি দেশে গ্যাসের মূল্য বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন আইনজীবীরা।

সংগঠনের সুপ্রিম কোর্ট ইউনিটের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, সংগঠনের চেয়ারম্যান তৈমূর আলম খন্দকার, মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, কো-চেয়ারম্যান আবেদ রাজা, সুপ্রীম কোর্ট ইউনিটের সম্পাদক আইয়ুব আলী আশরাফী, সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব আনিছুর রহমান খান, কো-চেয়ারম্যান শহিদুল ইসলাম, ড. ওয়াছিলুদ্দিন বাবু, নাছির উদ্দিন খান সম্রাট, রাশেদা আলিম ঐশী, নাহিদ সুলতানা, মো. কামাল হোসেন, মনির হোসেন, আবদুল মতিন মন্ডল, ব্যারিস্টার আবিদুল হক, শেখ আবদুস সালাম, মো. শাফিউর রহমান শাফি, মুকতার হোসেন, ব্যারিস্টার উজ্জল, রোকনুজ্জামান সিজা, আবুল খায়ের খান, মো. ইমদাদ, মেজবাহুল হক টুটুল, আল আমীন, আসাদুর রহমান রায়ন, মোখলেছুর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন।

তৈমূর আলম খন্দকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আইনজীবীদের আন্দোলন চলবে। এই স্বৈরাচার সরকার গ্যাসের মূল্য বৃদ্ধিসহ যে সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আমরা দেশের সব বারের আইনজীবীদের সাথে কথা বলেছি। অবিলম্বে আমরা আইনজীবীদের নিয়ে একটি মহাসমাবেশ করব। খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা সবাই মাঠে নামব।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে ঘরে ঘরে মানুষ ক্ষতিগ্রস্থ হবে। এতে পরিবহন ভাড়া বৃদ্ধি পাবে এবং নিত্যপ্রয়োজনী দ্রব্যসহ সব কিছুর দাম বেড়ে যাবে।

অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়ে তারা বলেন, বর্তমানে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এছাড়া অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যাতে জনগণের সরকার ক্ষমতায় আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com