বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ভাঙ্গা থেকে যশোর নতুন রেললাইন চালু অক্টোবরে: রেলমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩১ বার পঠিত

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর নতুন রেললাইন চালু হবে অক্টোবর মাসে। ভাঙ্গার বামনকান্দা রেল জংশন আইকন আদলের টাওয়ারের কাজ শেষ হবে সেপ্টেম্বরে।

তিনি বলেন, ফরিদপুর রেলস্টেশনে চন্দনা কমিউটার ট্রেন থামানোর দাবিতে যে আন্দোলন হয়েছিল, আর আন্দোলন করতে হবে না, সেখানে অতিদ্রুত রেল স্টোপেজ দেওয়া হবে।

শনিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন পরিদর্শনে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেলসড়ক চালু করার সিদ্ধান্ত নেয়া হবে। ভাঙ্গা থেকে যশোর হয়ে বেনাপোল রেলসড়কে নতুন ট্রেন দেওয়া হবে। ফরিদপুরে চন্দনা ট্রেনের থামানোর রি-শিডিউল শিগগির দেওয়া হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলসচিব হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম কুদরত এ খোদা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com