মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

২৫ মন্ত্রণালয় ও ২ বিভাগের দায়িত্বে ড. ইউনূস

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৯ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। তাদের দায়িত্ব বণ্টন করে শুক্রবার (৯ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সেখানে দেখা গেছে, ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগ ছাড়াও ২৬টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন।

মন্ত্রণালয় নাম ও বিভাগ:

১. মন্ত্রিপরিষদ বিভাগ;

২. প্রতিরক্ষা মন্ত্রণালয়;

৩. সশস্ত্র বাহিনী বিভাগ;

৪. শিক্ষা মন্ত্রণালয়;

৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়;

৬. খাদ্য মন্ত্রণালয়;

৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়;

৮. ভূমি মন্ত্রণালয়;

৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়;

১০. কৃষি মন্ত্রণালয়;

১১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়;

১২. রেলপথ মন্ত্রণালয়;

১৩. জনপ্রশাসন মন্ত্রণালয়;

১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়;

১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়;

১৬. পানি সম্পদ মন্ত্রণালয়;

১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;

১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়;

১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়;

২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়;

২১. বাণিজ্য মন্ত্রণালয়;

২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়;

২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়;

২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়;

২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়;

২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়;

২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া সালেহ উদ্দিন আহমেদ থাকছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে, ড. আসিফ নজরুল থাকছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাসান আরিফ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মো. তৌহিদ হোসেন,

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বসৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বেশারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন. ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ড. আ. ফ. ম. খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদা আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নুরজাহান বেগম দায়িত্ব পেয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার তে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেন। ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com