ক্রীড়া ডেস্কঃ সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সোমবার (১১ নভেম্বর) এই সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হেয়েছে।
তিন সংস্করণ মিলিয়ে ২৩তম বাংলাদেশের অধিনায়ক হিসেবে টস করলেন মিরাজ। প্রথমবারেই জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। চোটের কারণে ছিটকে গেছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় একাদশে এসেছেন জাকির হাসান।
এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে। তার জায়গায় সুযোগ পেয়েছেন নাহিদ রানা। ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার পর এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেকও হয়ে যাচ্ছে তরুণ এই পেসারের। একই একাদশ নিয়ে খেলছে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেয়ালিয়া খারোতে, আল্লাহ গজনফর ও ফজলহক ফারুকি।