সোমবার, ২৬ মে ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্বৈরাচারের মতো অন্তবর্তী সরকারের কিছু উপদেষ্টারা নির্বাচনের কথা শুনলে তারাও ভয় পায় – আমিনুল হক ৩ উইকেট নিয়ে আইপিএল শেষ মুস্তাফিজের যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনা: তিন কর্মকর্তা আটক সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দল-সংগঠনের বৈঠক পুলিশ পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকুন: সদর দফতর জনগণ দূর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না – আমিনুল হক সিসিটিভি ক্যামেরার আওতায় আসলো উত্তরা ১১ নং সেক্টর  এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে চলছে কর্মবিরতি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করলে জনগণের কাছে যাওয়ার হুঁশিয়ারি সরকারের ৭ দিনের সফরে জাপান গেলেন রাজউক চেয়ারম্যান

পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পিলখানা বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন বলে জানিয়েছেন উপদেষ্টা।

তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্ত এবং এবং ন্যায়বিচার নিশ্চিতে সোচ্চার ছিলাম এবং এখনো রয়েছি।

‘এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার, ৪ নভেম্বর বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা করি, যা বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় প্রচার হয়েছে।’

এই উপদেষ্টা বলেন, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করে আসছি।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার সুশাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি এখন সবার অবগতির জন্য ঘোষণা করছি- বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। সদস্য সংখ্যাটা এখন আমরা নিরূপণ করিনি। এটি পাঁচজনও হতে পারে বা সাতজনও হতে পারে, নয়জনও হতে পারে। তবে এখানে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা একটু বেশি থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নামগুলো পাওয়ার পর তাদের সঙ্গে আলোচনা করে কতদিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে সেটি জানানো হবে। কমিটির কাজের পরিধি আমরা বসে নির্ধারণ করবো।

কমিটি না কি কমিশন হবে- এ বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা যখন বসবো তখন কমিশনও হতে পারে। কমিটি এবং কমিশন গঠন করার মধ্যে খুব বেশি পার্থক্য নেই মনে হয়।

কমিটির সবচেয়ে জ্যেষ্ঠ সদস্যের নেতৃত্বে এই কমিটি হবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

তদন্ত কমিটির গঠন নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে এক ধরনের বিভ্রান্তি দেখছি- এ বিষয়ে তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো বিভ্রান্তি নেই। আমরা বসার সময় আইন উপদেষ্টার সঙ্গেও বসে তাদের মতামত নেবো। দরকার হলে আবার নেবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com