শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সালমান দাবাং সাজে অর্পিতার বাড়িতে কোহলিকে ‘জোকার’ বানিয়ে কটাক্ষ করলো অস্ট্রেলিয়ান গণমাধ্যম নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংষ্কার হবে : আমিনুল হক অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হচ্ছে নির্বাচন: মির্জা ফখরুল ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত: প্রধান উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন ইমরান খান সনি উত্তরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন আব্দুল আহাদ অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায়

কোহলিকে ‘জোকার’ বানিয়ে কটাক্ষ করলো অস্ট্রেলিয়ান গণমাধ্যম

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অভিষিক্ত স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে আলোচনার জন্ম দেন বিরাট কোহলি। যা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন ভারতের এই তারকা ব্যাটার। শুধু তাই নয়, আইসিসি থেকে শাস্তিও পেয়েছেন তিনি। এবার কোহলিকে ‘জোকার’ বানিয়ে কটাক্ষ করেছে অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম।

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে কোহলির ইচ্ছাকৃতভাবে অভিষিক্ত অজি ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার ঘটনায় তোলপাড় চলছে। আলোচিত সেই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোহলিকে শাস্তির ঘোষণাও দিয়েছে আইসিসি।

এক প্রতিবেদনে ভারতীয় তারকার শাস্তির কথা জানিয়েছে ক্রিকবাজ বলছে, কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় কোহলি ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। ম্যাচে শারিরীক ভাষা ঠিক রাখার জন্য কিছু ক্রিকেটীয় রীতি আছে। আইসিসির কোড অব কন্ডাক্টের (সিওসি) ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।

অবশ্য শুধু শাস্তিতেই থামানো যাচ্ছে না সমালোচনা। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা ছাড়াও বিরাটকে তোপ দাগছেন খোদ ভারতীয়রাও। কিন্তু সবকিছুকে টপকে গেল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। স্যাম কনস্টাসের সঙ্গে কোহলির বিতর্ক নিয়ে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়া’ বিরাটকে ক্লাউন বলে আক্রমণ করেছে। জোকারের সঙ্গে তুলনা করে এবং হাসিমুখের ছবিকে এডিট করে সেটাকে জোকার সাজানো হয়।

এদিকে, কোহলিকে জোকার বানানোয় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের নিন্দা করেছেন ভারতের সাবেক অনেক ক্রিকেটার। ইরফান পাঠান স্টার স্পোর্টসকে বলেন, ‘অস্ট্রেলিয়া অতীতে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের দিকে বল ছুঁড়ে মারা, কটু কথা বলা, ধাক্কা মারা এগুলো ঘটেছে।

ঘটনাটি ঘটে প্রথম দিনে অজি ইনিংসের দশম ওভারে। টিভি রিপ্লেতে দেখা যায়, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলিই পাশ থেকে অনেকটা দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাকে গিয়ে ধাক্কা মারেন। ধারাভাষ্যকার মাইকেল ভন বলছিলেন, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এ কাজ করেছেন কোহলি। তবে এই কাজের জন্য কোহলি কখনোই গর্ব অনুভব করবেন এমন মনে করেন না সাবেক ইংলিশ অধিনায়ক, ‘কোহলি ওই মুহূর্তের কথা মনে করে গর্ব অনুভব করবে না। কনস্টাস স্রেফ হেঁটে যাচ্ছিল। কোহলিকে দেখুন, সে তার পথের দিক পাল্টেছে।

খুশি হতে পারেননি ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কারও। একইসঙ্গে দুজনেরই শাস্তির সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি। কারণ ধাক্কা দেওয়ার পর কোহলি-কনস্টাস উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন। গাভাস্কার বলেন, ‘সরে গেলে কেউ ছোট হয়ে যেত না। প্রথমে মনে হয়েছিল যে দুজনেই নিচে তাকিয়ে ছিল। এখন দেখার বিষয়, কাকে বেশি জরিমানা দিতে হয়।’

অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চটেছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। ধারাভাষ্যকক্ষ থেকে বলেছেন, ‘বেশ কিছু অ্যাঙ্গেল থেকে আমরা ঘটনাটি দেখেছি। আমাকে বলতেই হচ্ছে, ওই পর্যায়ে ভারতের ফিল্ডারদের কোনো অবস্থাতেই ব্যাটসম্যানের ধারেকাছে যাওয়ার কথা নয়। ব্যাটসম্যানরা কোথায় একসঙ্গে দাঁড়ায় সেটা প্রতিটি ফিল্ডারই জানে। আমার কাছে মনে হয়েছে, কনস্টাস অনেক দেরিতে খেয়াল করেছে। কেউ তার সামনে থাকতে পারে সম্ভবত তার ভাবনায় ছিল না। কিন্তু স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে (কোহলি) বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com